কেশবপুরে দুই ক্লিনিক বন্ধ করে দিলেন সিভিল সার্জন

প্রকাশ | ০৮ জানুয়ারি ২০২৩, ২০:৫১

কেশবপুর (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

যশোরের কেশবপুরে অব্যবস্থাপনার কারণে দুটি ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে। রবিবার দুপুরে যশোর জেলা সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস কেশবপুর সার্জিক্যাল ক্লিনিক ও মাইকেল ক্লিনিক সরেজমিন পরিদর্শনকালে অব্যবস্থাপনা দেখে বন্ধ করে দিয়েছেন। এ সময় তার সঙ্গে ছিলেন কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আহসানুল মিজান রুমি এবং জেলা সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. আরিফুজ্জামান।

জেলা সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, সরেজমিন পরিদর্শনকালে ওই দুটি ক্লিনিকে অব্যবস্থাপনা, অজ্ঞানের মেশিন নষ্ট, অপারেশন রুমে প্রয়োজনীয় লাইট নেই এবং নোংরা পরিবেশ পাওয়া গেছে। এ জন্য কেশবপুর সার্জিক্যাল ক্লিনিক সম্পূর্ণ এবং মাইকেল ক্লিনিকে রোগীদের অপারেশন করা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মাইকেল ক্লিনিকে প্যাথালজি বিভাগ চালু থাকবে।

(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/এলএ)