ব্রাজিলে প্রেসিডেন্ট ভবন কংগ্রেস ও সুপ্রিম কোর্টে বলসোনারো সমর্থকদের হামলা লুটপাট

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০২৩, ০৯:০৫ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৩, ১১:৩৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভক্তদের দ্বারা দুই বছর আগে মার্কিন ক্যাপিটল আক্রমণের ভয়ংকর প্রতিধ্বনির মতো ব্রাজিলের অতি-ডানপ্রধান সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকরা রবিবার দেশটির কংগ্রেস, প্রেসিডেন্টের প্রাসাদ এবং সুপ্রিম কোর্টে হামলা চালিয়েছে।

হামলায় হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। তবে হামলাকারীরা ধ্বংসের একটি লেজ রেখে গেছে। প্রেসিডেন্ট প্রাসাদের ভাঙা জানালা দিয়ে আসবাবপত্র ছুঁড়ে ফেলেছে, কংগ্রেসের কিছু অংশ স্প্রিঙ্কলার সিস্টেম দিয়ে প্লাবিত করেছে এবং সুপ্রিম কোর্টের অনুষ্ঠান কক্ষ লুটপাট করেছে। খবর রয়টার্স।

৩০ অক্টোবরের প্রেসিডেন্টের ভোটের পর কয়েক মাস ধরে টানটান উত্তেজনাপূর্ণ রাজধানীতে হাজার হাজার হলুদ-সবুজ পরিহিত বিক্ষোভকারী দাঙ্গা চালাচ্ছে।

অভ্যুত্থান, যা তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলেছিল, অক্টোবরের নির্বাচনে বলসোনারোকে পরাজিত করা বামপন্থী প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা অভিষেকের কয়েকদিন পরেও দেশটিকে এখনও আঁকড়ে ধরেছে এমন গুরুতর মেরুকরণকে নির্দেশ করে।

সাও পাওলো রাজ্যে সরকারি সফরের সময় সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা বলেন, ‘এই ভাঙচুর, যাদের আমরা বলতে পারি... ধর্মান্ধ ফ্যাসিস্ট, তারা এমন কাজ করেছে যা এই দেশের ইতিহাসে কখনো করা হয়নি।’

‘এই সমস্ত লোক যারা এটি করেছে তাদের খুঁজে বের করা হবে এবং তাদের শাস্তি দেওয়া হবে’ বলেন লুলা।

(ঢাকাটাইমস/০৯জানুয়ারি/এফএ)