ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০২৩, ১৩:০০ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৩, ১৩:৪৩

ঢাকাটাইমস ডেস্ক
ফাইল ফটো

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তালিকায় ‘খুবই অস্বাস্থ্যকর’ শহরের তালিকায় উঠে এসেছে ঢাকা।

ঢাকা ছাড়াও এ তালিকায় রয়েছে ভারতের দিল্লি, চীনের উহান ও পাকিস্তানের করাচি।

সোমবার সকাল ৮টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয় ২১৮। এ স্কোর ২০০-এর বেশি হলে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়।

একিউআই স্কোর ১০০-২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’। ২০১-৩০০ হলে স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়।

এরকম অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে থাকতে পরামর্শ দেওয়া হয়ে থাকে। অন্যদেরও বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখতে বলা হয়।

এর আগে গত ২২ ডিসেম্বর ৩০১ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে বেশি দূষিত বাতাসের শহরের তালিকায় ১ নম্বরে উঠে এসেছিল ঢাকা। যা দুযোগপূর্ণ বলে বিবেচিত।

(ঢাকাটাইমস/০৯জানুয়ারি/এফএ)