চাঁপাইনবাবগঞ্জে ২টি বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৫:০০ | প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২৩, ১৪:২৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ শাহাবাজপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকা হতে ২টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিনসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রবিবার দিবাগত গভীর রাতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ডিগ্রি কলেজের উত্তর পাশের সাইকেল গ্যারেজের সামনে আমগাছের নিচে ফাঁকা জায়গায় অস্ত্র লেনদেনের সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম গুলজারবাগ গ্রামের রেজাউল করিমের ছেলে দেলোয়ার হোসেন মিলন (২৬) ও আদারিয়াপাড়া গ্রামের মোতালেবের ছেলে সুজন (২৬)।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ডিগ্রি কলেজের উত্তর পাশের সাইকেল গ্যারেজের সামনে আমগাছের নিচে ফাঁকা জায়গায় অবৈধ অস্ত্র কেনাবেচা হচ্ছে। খবর পেয়ে সেই এলাকায় অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগজিন, ১টি মোটরসাইকেলসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত।

রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অবৈধ অস্ত্র কিনতে এসেছিলেন।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

(ঢাকাটাইমস/৯জানুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :