দিনে ১৬ ঘণ্টা চলবে মেট্রোরেল, ২৫ জানুয়ারি খুলবে পল্লবী স্টেশন

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০২৩, ১৫:৪২ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৩, ১৫:৪৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

উদ্বোধনের পর সাধারণ নাগরিকদের জন্যমেট্রো রেল খুলে দেওয়া মেট্রোরেল চলাচলের সময় বাড়ানো হচ্ছে। প্রতিদিন ১৬ ঘণ্টা অর্থাৎ সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত চলবে। এছাড়া আগামী ২৫ জানুয়ারি পল্লবী স্টেশনের দুয়ারও খুলবে সাধারণ যাত্রীদের জন্য।

সোমবার দুপুরে ইস্কাটনে ডিএমটিসিএল কার্যালয়ে এক অনুষ্ঠানে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড—ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক এ তথ্য জানিয়েছেন।

গত বছরের ২৮ ডিসেম্বর রাজধানীবাসীর বহুল প্রতীক্ষিত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর প্রতিদিন চার ঘণ্টা করে উত্তরা থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত চলাচল করছে মেট্রোরেল।

(ঢাকাটাইমস/০৯জানুয়ারি/কেআর/ডিএম)