বুধবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবে ইসি

প্রকাশ | ১০ জানুয়ারি ২০২৩, ০৯:৪৬ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৩, ১১:০০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সদ্য সমাপ্ত রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের নানান বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)।

মতবিনিময় সভায় অংশগ্রহণের জন্য গণমাধ্যমকর্মীদের ইতোমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে।

বুধবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশনাররা এতে অংশ নেবেন।

গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো আমন্ত্রণপত্রে বলা হয়, সদ্য সমাপ্ত রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসাররা, সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা তাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে মতামত প্রদান করতে পারবেন।

ইসির যুগ্মসচিব ও জনসংযোগ বিভাগের পরিচালক এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে বলা হয়, রংপুর সিটি কর্পোরেশনের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ করা হয় ইভিএমে। এ নির্বাচনের অভিজ্ঞতার আলোকে ইভিএম অপারেশনসহ নির্বাচন প্রক্রিয়াকে কীভাবে আরও নির্বিঘ্ন ও ভোটারবান্ধব করা যায় সে বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/এসএন/এফএ)