১০ জনকে বেঞ্চ অফিসার পদে পদোন্নতি দিল সুপ্রিম কোর্ট প্রশাসন

প্রকাশ | ১১ জানুয়ারি ২০২৩, ১২:২৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

হাইকোর্টের বেঞ্চ অফিসার পদে পদোন্নতি পেয়েছেন ১০ সহকারী বেঞ্চ অফিসার। প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিমকোর্ট প্রশাসন তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান সই করা প্রজ্ঞাপনটি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

পদোন্নতি পাওয়া ১০ জন হলেন—মো. শহিদুল ইসলাম, মো. হক, মুহা. বেলাল হোসাইন, মো. মোস্তাফিজুর রহমান, মো. আজিজুর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. ওবাইদুল হাসান খান, মো. জাকির হোসাইন, মো. মেহেদী হাসান ও আব্দুল খালেক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিমকোর্ট, হাইকোর্ট বিভাগের ১০ জন সহকারী বেঞ্চ অফিসারকে ২০১৫ এর (৮ম গ্রেড) বেতন স্কেলে বাংলাদেশ সুপ্রিমকোর্ট, হাইকোর্ট বিভাগের বেঞ্চ অফিসার পদে পদোন্নতি দেয়া হলো।

পদোন্নতিপূর্বক এই পদায়নের ক্ষেত্রে বাংলাদেশ সুপ্রিমকোর্ট, হাইকোর্ট বিভাগের (কর্মচারী) নিযয়োগ বিধি, ১৯৮৭-এর-৬ (১) (খ) এ বর্ণিত বিধানাবলী প্রযোজ্য হবে।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/ডিএম)