বাংলাদেশের বিপক্ষে যুক্তরাষ্ট্র কিছুই করতে পারবে না: প্রাণিসম্পদ মন্ত্রী

প্রকাশ | ১১ জানুয়ারি ২০২৩, ১৬:২৯ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৩, ২১:২৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

যুক্তরাষ্ট্র মুক্তিযুদ্ধের সময়ও বাংলাদেশের বিপক্ষে থেকে স্বাধীনতা ঠেকাতে পারেনি, এখনও কিছু করতে পারবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি ঠেকাতে দেশটির বিভিন্ন দলের নেতারা চেষ্টা করলেও পারেনি। বঙ্গবন্ধু কন্যা কাউকে পরোয়া করেন না। মুক্তিযুদ্ধের চেতনা এবং বিরোধীদের বিভাজনের জায়গায় আপসের সুযোগ নাই।

বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ‘সম্প্রীতি বাংলাদেশ’।

মৎস্য ও পশু সম্পদমন্ত্রী বলেন, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাকে ঠেকাতেই সাম্প্রদায়িক শক্তি নৌকার বিরুদ্ধে একাট্টা হয়। স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার চেতনা বিনাশ করতে পারবে না।

শ ম রেজাউল করিম বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্নের মধ্যেই আজকের স্মার্ট বাংলাদেশ গঠনের বীজ নিহিত ছিল। বঙ্গবন্ধুকে হত্যা করেও ষড়যন্ত্রকারীরা থেমে নেই। সময় হলেই তারা মাথাচাড়া দিয়ে উঠবে।

বিএনপি বার বার ক্ষমতায় এলেও জিয়াউর রহমান হত্যার বিচার কেন করেনি সেই প্রশ্নও তোলেন শ ম রেজাউল।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/পিআর/কেএম)