অনিয়মের অভিযোগ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের এমডির বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১১:১৩ | প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৩, ০৭:৫৯

অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম মাহাবুবুর রহমানের বিরুদ্ধে।

এছাড়া ট্রাস্টের পূর্ণিমা ফিলিং স্টেশনের এক কর্মকর্তাকে মারধরের পর বের করে দেওয়া, ট্রাস্টের মালামাল ক্রয়ে গোঁজামিলসহ তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ করেছেন ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারীরা।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের এমডি মাহাবুবুর রহমান। এসব অভিযোগ মিথ্যা বলে দাবি তার।

অভিযোগ রয়েছে, পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ভান্ডার ক্রয় করার নিয়ম থাকলেও তা তোয়াক্কা না করে পছন্দের ঠিকাদার দিয়ে ট্রাস্টের বিভিন্ন জিনিসপত্র ক্রয় করিয়েছেন মাহাবুবুর রহমান। এর মধ্যে মো. রাজিব নামে তার এক ঘনিষ্ঠজনের লাইসেন্স ব্যবহার করে ট্রাস্টের স্টোরের মালামাল ক্রয় করেছেন। ট্রাস্টের প্রায় ৮০ শতাংশ মালামাল ক্রয় করেন এমডির ওই ‘ঘনিষ্ঠজন’।

এছাড়া ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করার গুরুতর অভিযোগ উঠেছে এমডির বিরুদ্ধে। তার দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে ট্রাস্টের একজন পরিচালক অন্য দপ্তরে চলে যেতে বাধ্য হন। বর্তমানে ট্রাস্ট পরিচালক শূন্য রয়েছে।

এছাড়া ট্রাস্টের দুজন কর্মকর্তাকে মারধর করায় এমডি মাহাবুবুর রহমানের বিরুদ্ধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছেন সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা। ওই অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন ট্রাস্টের বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী। এই নির্যাতনের প্রতিবাদে দুই ঘণ্টা কর্মবিরতিও পালন করেন ট্রাস্টে কর্মরতরা। এছাড়া তার দুর্ব্যবহারের প্রতিবাদ করলে তাকে বিভিন্ন কারণ দেখিয়ে শোকজসহ নানাভাবে হয়রানি করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, চাকরির মেয়াদ শেষ পর্যায়ে থাকা কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের নামে ট্রাস্টের অর্থ ব্যয় করা হচ্ছে। চাকরির মেয়াদ শেষ হতে যাওয়া এসব কর্মকর্তা-কর্মচারী প্রশিক্ষণ গ্রহণ করলেও তা ট্রাস্টের কোনো কাজে আসছে না। প্রশিক্ষক হিসেবে ট্রাস্টের এমডি ও পরিচালকবৃন্দ এই প্রশিক্ষণ দিয়ে থাকেন। সরকারের অন্যান্য দপ্তর বা সংস্থায় কর্মরত সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের দিয়ে এসব প্রশিক্ষণ দেওয়ার নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। নিজেরা প্রশিক্ষক হিসেবে টাকা আত্মসাৎ করছেন।

মাহাবুবুর রহমানের হাতে মারধরের শিকার পূর্ণিমা ফিলিং স্টেশনের সেই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ঢাকা টাইমসকে বলেন, ‘আমাকে এমডি অকারণে বকা দিয়েছিলেন। প্রতিবাদ করায় গায়ে হাত তোলেন। কিন্তু এ বিষয়ে মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়ার চেষ্টা করলে আমার চাকরি খেয়ে ফেলবে বলে হুমকি দেন। পরে কয়েকজন স্যার আমাকে ডেকে মীমাংসা করে দিয়েছেন।’

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আরও দুজন কর্মচারী অভিযোগ করেন, ‘এমডি মাহাবুবুর রহমানের খারাপ আচরণ নতুন কিছু নয়। এসব কথা বলেও কোনো লাভ নেই। সিনিয়র স্যাররাও জানেন এমডির খারাপ আচরণের কথা।’

এমডির ঘনিষ্ঠজন পরিচয় দেওয়া ঠিকাদার মো. রাজিব ঢাকা টাইমসকে বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ঠিকাদারির কাজ করি। ছোট ছোট কাজ করি, তাই পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয় না। আর বিজ্ঞাপন দেওয়া না দেওয়া তো তাদের কাজ। এখানে কত অনিয়ম হয়। আর আমি তো ছোট কাজ করি।’

এমডির ঘনিষ্ঠজন পরিচয় দেওয়ার বিষয়টিও অস্বীকার করেন ঠিকাদার রাজিব। বলেন, ‘এসব মিথ্যা কথা’।

এসব বিষয়ে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের এমডি মাহাবুবুর রহমানের ভাষ্য, ‘এসব মিথ্যা, আমি কারো সঙ্গে খারাপ আচারণ করি না। সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে।’

ট্রাস্টের ভান্ডার ক্রয় বিষয়ে মোবাইলে কথা বলতে রাজি হননি তিনি। বলেন, ‘এসব বিষয়ে মোবাইলে কথা বলতে চাই না। আমার অফিসে আসেন।’

এই বিষয়ে জানতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খানকে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি।

(ঢাকাটাইমস/১২জানুয়ারি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

পল্লবীতে পাভেল হত্যা: নেপথ্যে মাদক ব্যবসা, গ্রেপ্তার ৮

মাদক-ইয়াবা কারবারে বদির দুই ভাইয়ের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হটলাইন থেকে গ্রাহককে ফোন, অ্যাকাউন্টের টাকা হাওয়া

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮, মামলা ৬

ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেপ্তার 

এটিএম বুথের প্রহরী হত্যা: টাকা লুটের উদ্দেশ্যে নাকি ব্যক্তিগত কারণ? কী বলছে পুলিশ?

রাজধানীতে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

কেএনএফকে সহযোগিতা, বান্দরবান থেকে একজন গ্রেপ্তার

ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার সেই চিকিৎসকের মৃত্যু

রাষ্ট্রপতির আত্মীয় পরিচয়ে প্রতারণা, নিঃস্ব বহু ট্রাভেল ব্যবসায়ী

এই বিভাগের সব খবর

শিরোনাম :