মিয়ানমারে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মনোয়ার হোসেন
প্রকাশ | ১২ জানুয়ারি ২০২৩, ১৪:৪৬ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৩, ১৫:৩৫
নিউইয়র্কে জাতিসংঘ স্থায়ী মিশনে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি মনোয়ার হোসেন মিয়ানমারের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাচ্ছেন।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মনোয়ার হোসেন মিয়ানমারের বর্তমান রাষ্ট্রদূত মোহাম্মদ মনজুরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।
বিসিএস ২০ ব্যাচের কর্মকর্তা মনোয়ার হোসেনের পররাষ্ট্র মন্ত্রণালয়, ওয়াশিংটন, সিঙ্গাপুরসহ বিভিন্ন মিশনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে চিকিৎসা বিদ্যায় এমবিবিএস ডিগ্রিধারী মনোয়ার হোসেন সিঙ্গাপুরের ন্যানিয়ং বিশ্ববিদ্যালয় থেকে পিএইডি করেছেন।
(ঢাকাটাইমস/১২জানুয়ারি/ইএস)