ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল থেকে নবজাতক চুরি, নারী আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৩, ২০:৩৮

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে চুরি হয়ে যাওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্দুউড়া এলাকা থেকে ওই নবজাতককে উদ্ধার করে। নবজাতক চুরির ঘটনায় পুলিশ তানিয়া (২৩) নামে এক নারীকে আটক করেছে। শিশুটির চুরির সাথে জড়িত তানিয়া সিন্দুরা গ্রামের নিয়াজ আহাম্মদ লিটন মিয়ার স্ত্রী।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে ২২ নং শয্যায় ৩ দিন আগে ছেলে সন্তানের জন্ম দেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের তেলিনগর গ্রামরে ফরিদ মিয়ার স্ত্রী রেখা আক্তার। বৃহস্পতিবার দুপুরে প্রতারক তানিয়া নবজাতকটিকে উন্নত চিকিৎসার কথা বলে নবজাতকটিকে নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রমাণসহ সিসি টিভির ফুটেজ সংগ্রহপূর্বক অভিযান পরিচালনা করে। পরে নাটাই দক্ষিণ ইউপিস্থ সিন্দুরা গ্রামের তানিয়ার নিজ ঘর থেকে চুরি যাওয়া নবজাতক শিশুটিকে উদ্ধার করে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম জানান, উদ্ধারকৃত নবজাতক তার বাবা মায়ের জিম্মায় দেয়সহ চুরির বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/১২জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :