লালমনিরহাটে তিন বছরেও ইসমাইলের ভাগ্যে জুটেনি মুজিববর্ষের ঘর

মাজহারুল ইসলাম বিপু, লালমনিরহাট
 | প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৩, ১০:০৯

লালমনিরহাটের কালীগঞ্জে সরকারি ঘরের জন্য উপজেলা প্রশাসনের নিকট পরপর তিনবার কাগজ জমা দিয়েও ভূমিহীন ইসমাইলের ভাগ্যে জোটেনি মুজিববর্ষের ঘর।

ভূমিহীন ইসমাইল উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।

সরেজমিনে দেখা গেছে, এক বেলা খাইলে অন্য বেলায় খাবার জোগাইতে পারেন না, থাকার যে ঘরটি রয়েছে সেটি বাঁশের কয়েকটি খুঁটির উপর দাঁড় করানো ছোট্ট একটি টিনের চালায় তিন সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন ভূমিহীন ইসমাইল।

দুর থেকে দেখে মনে হয়, গোয়ালঘর এটি! তবু স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের নজরেও আসেনি তাদের এই পলিথিনের ঘরটি।

কান্নাজড়িত কন্ঠে ভূমিহীন ইসমাইল হোসেন বলেন, কালীগঞ্জের অনেক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন।

অথচ খাস জমিতে থেকেও আমার মত হতভাগার ভাগ্যে জোটেনি প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘর। একটি ঘরের জন্য ইউএনও স্যারের কাছে কয়েকবার গিয়েছি কাগজ জমা দিয়েছি, কিন্তু তিন বছরেও তা বাস্তবায়ন হয়নি।

তিন সন্তান নিয়ে বর্তমানে আমি যে ঘরটিতে বাস করছি সে ঘরটির খুবই খারাপ অবস্থা। বৃষ্টি হলে পানি পড়ে। তখন সন্তানদের নিয়ে নির্ঘুম রাত কাটে আমার।

এ বিষয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম বলেন, ওই ভূমিহীন পরিবারের খোঁজ খবর নিয়ে দ্রুত ঘরের ব্যবস্থা করা হবে।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/এলএ/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :