সিরাজগঞ্জে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু
প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২৩, ১৭:১৬ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৩, ১৭:১৭

সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ারধানগড়া মহল্লায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে জহুরা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জহুরা বেগম সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ারধানগড়া মহল্লার মৃত রহিজ উদ্দিনের স্ত্রী।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বলেন, গত সোমবার রাতে তীব্র শীতের কারণে একটি পাত্রে আগুন নিয়ে পোহাতে ছিলেন জহুরা বেগম। এসময় তার পরনের কাপড়ে আগুন লেগে তিনি গুরুতর দগ্ধ হন। তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। হাসপাতালে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/এলএ)