ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ
প্রকাশ | ১৪ জানুয়ারি ২০২৩, ০৮:৫০ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৩, ১১:১২

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে। নদীতে কুয়াশা বেড়ে যাওয়ায় শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ সিদ্ধান্ত নেয় ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. সালাহউদ্দিন বলেন, ভোরের দিকে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির দিক নির্দেশিকা বাতির আলো অস্পষ্ট হয়ে আসে। এজন্য দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৬টা থেকে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে পুনরায় এই নৌপথে ফেরি চলাচল শুরু হবে।
(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/ইএস)