যুবলীগ নেত্রীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৩, ২২:২১

জামালপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জামালপুর জেলা যুবলীগের সভাপতি ফারহানা সোমার নেতৃত্বে জামালপুর শহরের কাচারিপাড়ায় নেওয়াজ আলমের জমিসহ বাড়ি দখলের অভিযোগ উঠেছে। তবে সোমা অভিযোগ অস্বীকার করে বলেন, তার বোন জামাইয়ের পৈতৃক সম্পত্তিতে গেলে তাদের মারধর করা হয়।

আবু সাঈদের কন্যা শারমিন সুলতানা ছন্দা শনিবার বিকাল ৩টায় জামালপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে ছন্দা অভিযোগ করেন, তার বাবা আবু সাঈদ বিশ্ব ইজতেমায় যাওয়ার ফলে হঠাৎ করে শনিবার ভোরে দেড় শতাধিক নেতাকর্মী নিয়ে কাচারিপাড়ার বাসায় দেওয়াল ভেঙে বাড়িতে প্রবেশ করে। তারা এ সময় বাড়িতে থাকা ছন্দার মাকে মারধরও করে। খবর পেয়ে শারমিন সুলতানা ছন্দা শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে গেলে তাকেও মারধর করা হয়। তাদের অত্যাচার নির্যাতন করে এক পর্যায়ে তাদের বাড়ি থেকে বের করে দেয়া হয়।

অপরদিকে জেলা যুবলীগ সভাপতি ফারহানা সোমা অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি তার বোন জামাই নেওয়াজ আলমের পৈতৃক সম্পত্তির ৩ শতাংশ জমিতে গেলে বিএনপি নেতা মানিকের নেতৃত্বে হামলা করা হয়। এ ঘটনায় আহত হয়ে নেওয়াজ আলীর স্ত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনা মীমাংসা করতে এলাকাবাসী দায়িত্ব নিয়েছে।

জামালপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :