সুলতান মেলায় ষাঁড়ের লড়াই

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৩, ২২:৫২

নড়াইলে সুলতান মেলায় ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার ৭০টি ষাঁড় অংশগ্রহণ করে। বিপুলসংখ্যক দর্শক ষাঁড়ের লড়াই উপভোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা প্রশাসকপত্নী হোসনে আরা খানম রোজি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী, জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক কৃষ্ণপদ দাস, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ মন্নুসহ অনেকে।

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৪ দিনব্যাপী সুলতান মেলা অনুষ্ঠিত হচ্ছে। করোনার কারণে দুই বছর পর অনুষ্ঠিত এ মেলায় লোকসমাগম বেড়েছে।

গত ৭ জানুয়ারি বিকালে নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার আব্দুর রশিদ। মেলায় বিভিন্ন পণ্যের ৯২টি স্টল বসেছে। ২০ জানুয়ারি মেলা শেষ হবে। সমাপনী দিনে একজন গুণী চিত্রশিল্পীকে ‘সুলতান পদক’ দেয়া হবে।

এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :