আফিফ-রাসুলির ফিফটিতে চট্টগ্রামের জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৩, ০১:১৬

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আফিফ হোসেন ও দারউইস রাসুলির ফিফটিতে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শুরুতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ রান তুলে ঢাকা ডমিনেটর্স। রান তাড়া করতে নেমে ১৪ বলে ও ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত হয় চ্যালেঞ্জার্সের।

রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই শূন্যরানে আউট হন ওপেনার আল আমিন। আরেক ওপেনার উসমান খানের ব্যাট থেকে এসেছে ২২ রান। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি স্বাগতিকদের। তৃতীয় উইকেট জুটিতে আফিফ হোসেন ও দারউইস রাসুলের গড়া ১০৩ রানের জুটিতে জয় নিশ্চিত হয় চট্টগ্রামের।

এই দুই ব্যাটারই ব্যক্তিগত অর্ধশতকের দেখা পান। ৫২ বলে ৬৯ রানে আফিফ ও ৩৩ বলে ৫৬ রানে রাসুল অপরাজিত থাকেন। আফিফ ম্যাচ সেরা নির্বাচিত হন।

এর আগে ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকা ডমিনেটর্সের দলনেতা নাসির হোসেন। ব্যাট হাতে ধীরগতিতে ব্যাট করছিলেন দুই ওপেনার উসমান গনি ও মিজানুর রহমান। ৯.২ ওভারে ৬০ রান আসে ওপেনিং জুটিতে। ৩৩ বলে ২৭ রানে ফেরেন মিজানুর। এদিকে ৩৩ বলে ৪৭ রান করেন গনি।

এরপর ৪ রানে সৌম্য সরকার ও ৯ রানে মোহাম্মদ মিঠুন সাজঘরের পথ ধরলে ক্রিজে দাঁড়ান দলনেতা নাসির হোসেন। ২২ বলে চারটি চারের মারে ৩০ রান করেন নাসির। মোহাম্মদ ইমরান আউট হন ৫ রানে। এদিকে ১৮ বলে ২৯ রানে আরিফুল ইসলাম ও শূন্যরানে আমির হামজা অপরাজিত থাকেন।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন নিহাদুজ্জামান ও মেহেদি হাসান রানা। এছাড়া একটি করে উইকেট করে নিয়েছেন শুভাগত হোম ও মালিন্দা পুষ্পকুমারা।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরে স্মৃতিকাতর শাহরিয়ার নাফিস, আছে আক্ষেপও

রোনালদো নেই, সাদিও মানের জোড়া গোলে আল নাসরের জয়

সেমিফাইনালের আগে নিষেধাজ্ঞায় এমিলিয়ানো মার্টিনেজ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালেন মাহমুদউল্লাহ-শান্তরা

‘অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, পেট ভরেনি এখনও’- ৫ উইকেট নিয়ে নাসুম

দুই হলুদ কার্ড পাওয়ার পরও মাঠ ছাড়েননি মার্টিনেজ, ফুটবল আইন কি বলে?

নিশ্চিত হলো ডিপিএলের সুপার লিগের ৬ দল

মুস্তাফিজের ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার

পাঞ্জাবকে হারালেও জরিমানা গুনতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে

মাঝপথে ফেরায় আইপিএল থেকে পুরো টাকা পাবেন মুস্তাফিজ?

এই বিভাগের সব খবর

শিরোনাম :