ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ভাসকুয়েজ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৩, ১৯:৫৮

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলতে নেমে গোঁড়ালির ইনজুরিতে পড়েছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার লুকাস ভাসকুয়েজ। একারণে আগামী ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।

রিয়াল মাদ্রিদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রিয়াল মাদ্রিদের মেডিকেল দল কিছু পরীক্ষার পর জানিয়েছে ভাসকুয়েজের ডান গোঁড়ালির পেশীতে টান পড়েছে। তার পরিস্থিতি সার্বক্ষনিক পর্যবেক্ষনে রাখা হয়েছে।’

স্প্যানিশ গণমাধ্যমের দাবী পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে ভাসকুয়েজের অন্তত ছয় সপ্তাহের সময় লাগবে। এই সময়ের মধ্যে তিনি লিভারপুলের বিরদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে খেলতে পারবেন না।

রিয়াল মাদ্রিদের সঙ্গে ভাসকুয়েজের বর্তমান চুক্তির এখনও ১৮ মাস বাকি। একইসঙ্গে রাইট-ব্যাক ও রাইট-উইঙ্গার হিসেবে খেলার যোগ্যতা থেকে এই স্প্যানিশ কার্লো আনচেলত্তির দলে গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হয়েছেন।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :