ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প
প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২৩, ১০:১৫
ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৬টার দিকে সুমাত্রা দ্বীপের উপকূলীয় এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য দিয়েছে।
ইউএসজিএসের তথ্য বলছে, ভূমিকম্পের উৎসস্থল ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের সিংকিল শহরের ৪৮ কিলোমিটার (৩০ মাইল) দক্ষিণ-দক্ষিণপূর্বে, ভূপৃষ্ঠের ৩৭ কিলোমিটার গভীরে।
ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূবিদ্যা বিষয়ক সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, ভূমিকম্পের কারণে কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি।
ভূমিকম্পের কারণে তাৎক্ষণিকভাবে হতাহতের বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির দুর্যোগ সংস্থা।
(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এফএ)