শিক্ষার্থীদের জন্য ফ্রিতে ‘হাওয়া’ দেখার সুযোগ

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২৩, ১৪:৩৩

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

শুরু হয়েছে ‘২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। রাজধানীর পাঁচটি ভেন্যুতে এ উৎসবে ৭১ দেশের মোট ২৫২টি সিনেমা প্রদর্শিত হবে। তারই একটি গত বছরের আলোচিত ছবি ‘হাওয়া’। সোমবার বিকাল তিনটায় শাহবাগের জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে ছবিটি বিনামূল্যে দেখতে পাবেন শিক্ষার্থীরা।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামান। তিনি বলেন, ‘উৎসব শুরুর প্রথমদিন থেকেই আমরা দর্শকদের বেশ সাড়া পাচ্ছি। দর্শক ছবি দেখছেন, চলচ্চিত্র নিয়ে আড্ডা মারছেন, জানাচ্ছেন নিজেদের মতামত। সেই ধারাবাহিকতায় আজ আলোচিত বাংলা সিনেমা ‘হাওয়া’ প্রদর্শিত হবে।’

‘হাওয়া’ ছবির পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, ‘এটা খুবই আনন্দের ব্যাপার, নিজ দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে আমাদের ছবিটি। আশা করছি বেশ উপভোগ্য সময় কাটবে দেশ-বিদেশের চলচ্চিত্রকর্মী ও দর্শকদের সঙ্গে।’

গত বছরে মুক্তি পাওয়া দেশের সবচেয়ে আলোচিত ছবি ‘হাওয়া’। টানা কয়েক মাস ধরে দেশের সিনেমা অঙ্গনে আলোচনার শীর্ষে মেজবাউর রহমান সুমন পরিচালিত এই ছবিটি। সম্প্রতি ছবিটি নিয়ে কলকাতায় অনুষ্ঠিত একটি চলচ্চিত্র উৎসবে হুল্লোড়ে মেতেছিলেন দর্শক।

গভীর সমুদ্রের একটি ট্রলারের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে ‘হাওয়া’ তৈরি হয়েছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন চঞ্চল চৌধুরী, শরিফুল ইসলাম রাজ, নাজিফা তুষি, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান প্রমুখ।

ছবির কাহিনি ও সংলাপ লিখেছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। চিত্রনাট্য লিখেছেন জাহিন ফারুক আমিন, সুকর্ণ সাহেদ ধীমান ও নির্মাতা সুমন। ছবিটির চিত্রগ্রাহক ‘মনপুরা’ খ্যাত কামরুল হাসান খসরু, সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী। ‘হাওয়া’ ছবিটি প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এলএম/এজে)