১২৯ রানের লক্ষ্য পেল সিলেট স্ট্রাইকার্স

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২৩, ১৫:৩১

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএলে দিনের প্রথম ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৮ রান তুলেছে ঢাকা ডমিনেটর্স। ফলে জিততে হলে সিলেট স্ট্রাইকার্সের দরকার ১২৯ রান।

ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকা দলনেতা নাসির হোসেন। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার সৌম্য সরকার। পরের উইকেটে খেলতে নেমে ১৭ রান করেন দিলশান মুনাওয়েরা। আর রানের দেখাই পাননি রবিন দাস। আরেক ওপেনার উসমান গনির করেন ২৭ রান।

চাপে পড়া দলের হাল ধরেন অধিনায়ক নাসির হোসেন। প্রথমে তাকে সঙ্গ দেন মোহাম্মদ মিঠুন। কিন্তু মিঠুন ১৫ রানে ফিরে যান সাজঘরে। পরে আরিফুল ইসলামকে নিয়ে দলীয় স্কোরটা বাড়িয়ে নেন। ১৬ বলে ২০ রানে আউট হন আরিফুল। আর ৩১ বলে ৩৯ রানে রান আউট হন নাসির। ২ রানে অপরাজিত থাকেন তাসকিন আহমেদ।

সিলেটের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন ইমাদ ওয়াসিম। এছাড়া একটি করে উইকেট নেন তিনজন ব্যাটার।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এমএম)