দৌলতদিয়ায় পেশাদার যৌনকর্মীদের ফ্রি চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২৩, ২২:২৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ১৬০০ পেশাদার যৌনকর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

সোমবার দিনব্যাপী দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লীতে সমাজসেবামূলক সংগঠন উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে এ চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

সমাজসেবামূলক এই সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদারের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- রাজবাড়ী জেলা পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উত্তরণ ফাউন্ডেশনের কার্যকরী সদস্য তানিয়া হক শোভা, উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক ড. এবিএম  আসিফ কিবরিয়া, মোস্তফা মেটাল ইন্ডা. লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সী, দৌলতদিয়া অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম প্রমুখ।

উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক ড. এবিএম  আসিফ কিবরিয়া ঢাকা টাইমসকে জানান, উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান নিজের মৌলিক পুলিশিং পেশার পাশাপাশি সমাজের পিছিয়েপড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক জীবনমান উন্নয়নের জন্য সর্বদা কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজকের এ কর্মসূচি পালন করা হয়।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এমআই/এলএ)