শীতার্তদের পাশে বুড়িচং সদরের ইউপি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৩, ০১:১১

কুমিল্লার বুড়িচংয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন। এসময় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণও বিতরণ করা হয়।

সোমবার হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে চেয়ারম্যান তার ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা আক্তার। প্রধান আলোচক ছিলেন বুড়িচং সদর ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম মাস্টার।

গত ১১ জনুয়ারি যদুপুর গ্রামে কম্বল বিতরণ করা হয় এবং ২১ জানুয়ারি আরাগ আনন্দপুর এবং বুড়িচং গ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হবে। এভাবে বুড়িচং সদর ইউনিয়নের সাতটি গ্রামে (বুড়িচং, যদুপুর, আরাগ আনন্দপুর, জরুইন, জগতপুর ও পূর্ণমতি) মোট পনের শত কম্বল ও চাদর বিতরণ করেন চেয়ারম্যান জয়নাল আবেদীন।

উল্লেখ্য, জয়নাল আবেদীনের তার বাবার নামে প্রতিষ্ঠিত হাজী ফজর আলী শিক্ষাবৃত্তি প্রকল্পের মাধ্যমে ২০১৬ সাল থেকে বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে যাচ্ছেন।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এসএস/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :