বরিশালে বাসের ধাক্কায় শিশু শ্রমিক নিহত

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২৩, ০১:১৮

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় রাস্তার পাশে থাকা ইট ভাঙা ট্রলি উল্টে নিচে চাপা পড়ে শিশু শ্রমিক নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের মাঝের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রলির চালকসহ চারজন শ্রমিক আহত হন।

নিহত শ্রমিক হলো- রিফাত (১৩)। সে চরাদি ইউনিয়নের হলতা গ্রামের আব্দুর রহিমের ছেলে।

আহতরা হলেন- নাইম, ফয়সাল, সেলিম ও মামুন। এদের মধ্যে সেলিম ও নাইমকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চরাদি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য আমিনুল ইসলাম রানা বলেন, ইট ভাঙার উদ্দেশ্যে ট্রলি নিয়ে হলতা বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় গোমার উদ্দেশ্যে যাচ্ছিল বরিশাল সদর উপজেলার চরকাউয়া খেয়াঘাট এলাকা থেকে ছেড়ে বিসমিল্লাহ-১ পরিবহনের একটি বাস। বাসের গতি ও আলোর কারণে ইট ভাঙা মেশিনের ট্রলি রাস্তার পাশে সাইড করে। সিংহের বাড়ি এলাকায় পৌঁছুলে আরেকটি পিকআপ এসে পড়ে। তখন বাস পাশ কাটিয়ে যাওয়ার সময় ইট ভাঙা মেশিনের ট্রলিকে ধাক্কা দেয়। এতে ট্রলি উল্টে নিচে চাপা পড়ে রিফাত ঘটনাস্থলে মারা যায়।

রানা আরো জানান, ঘটনার পর বাস পালিয়েছে। স্থানীয়রা গিয়ে আহত দুজনকে হাসপাতালে পাঠিয়েছে। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে।

বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সত্যরঞ্জন খাসকেল বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছে।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এলএ)