যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নাজমুল র‌্যাবের জালে ধরা

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২৩, ০১:২৭

বগুড়া প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস

যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাজমুল হুদা নামে এক আসামিকে আটক করেছে র‌্যাব। সোমবার সন্ধ্যায় গোপন সংবা‌দে শহরের খান্দার এলাকা থে‌কে তা‌কে আটক করা হয়। রাত পৌ‌নে ১২টায় বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন র‌্যাব-১২ স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম।

৭২ বছর বয়সী নাজমুল হুদা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম গ্রামের বাসিন্দা।

র‌্যাব-১২ স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম ব‌লেন, ২০১৪ সালের ২৪ অক্টোবর গ্রেপ্তার নাজমুলসহ ছয়জনের বিরুদ্ধে যুদ্ধাপরা‌ধের মামলা হয়। এরপর ২০১৭ সালের ২২ নভেম্বর নাজমুল হুদার মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। সম্প্রতি আমরা গোপন সংবাদে জান‌তে পা‌রি, আসামি নাজমুল বগুড়া শহরের খান্দার এলাকায় তার এক আত্মীয়ের বাসায় আত্মগোপন করে আছেন। প‌রে তথ‌্য নি‌শ্চিত হ‌য়ে  র‌্যাব-১২ ও ২ এর যৌথ টিমের অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তার নাজমুল  মুক্তিযুদ্ধকালে জামায়াত ইসলামীর সক্রিয় সদস্য ছিলেন।

র‌্যাবের এই কর্মকর্তা আরো বলেন, গ্রেপ্তার নাজমুলকে রাতেই ঢাকায় পাঠানো হ‌য়ে‌ছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তাকে হাজির করা হবে।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এলএ)