মেসিদের বিপক্ষে নেতৃত্বে থাকবেন রোনালদো

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৩, ১৭:১১

আগামী বৃহস্পতিবার ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজির বিপক্ষে মাঠে নামবে সৌদি অল স্টার একাদশ। আর এই ম্যাচের মাধ্যমে মাঠে ফের একবার দেখা যাবে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো দ্বৈরথ। মেসিদের বিপক্ষে এই ম্যাচে সৌদি অল স্টার একাদশের নেতৃত্বে থাকবেন পতুগিজ সুপারস্টার।

সৌদি অল স্টার একাদশের নেতৃত্বের ব্যাপারটি নিশ্চিত হওয়া গেছে তুর্কি আল শেখের টুইটার অ্যাকাউন্ট থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটে একটি ভিডিও পোস্ট করেছেন তুর্কি। সেখানে দেখা যায়, রোনালদোকে অধিনায়কের আর্মব্যান্ড পরিয়ে দিচ্ছেন তিনি। আর সৌদি আরবের ‘জেনারেল অথরিটি ফর এন্টারটেইনমেন্টের’বর্তমান চেয়ারম্যান হচ্ছেন তুর্কি।

মূলত একটি প্রীতি ম্যাচে মাঠে নামবে পিএসজি ও সৌদি অল স্টার একাদশ। সেই ম্যাচ উপভোগ করতে অসংখ্য টিকিটের আবেদন জমা পড়েছে। এই ম্যাচের একটি বিশেষ টিকিটের দাম উঠেছে ২৬ কোটি টাকা! তাই বলাই যায়, আসন্ন ম্যাচটি ঘিরে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।

শেষবার ২০২০ সালে পরস্পরের বিপক্ষে মাঠে নেমেছিলেন সময়ের অন্যতম সেরা তারকা ফুটবলার রোনালদো ও মেসি। চ্যাম্পিয়নস লিগের ওই ম্যাচে মেসির বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়েছিল জুভেন্টাস।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :