পাঁচ শতাধিক মোটরসাইকেল চুরি, চার সহযোগীসহ ধরা ‘বাইক জসিম’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৩, ১৮:৫৭

মোটরসাইকেল চুরি করে নামের সঙ্গে জুড়েছে ‘বাইক’। রাজধানী ঢাকার দুর্ধর্ষ এই মোটরসাইকেল চোর জসিম ওরফে সোহাগ ওরফে বাইক জসিম ধরা পড়েছে।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার মহজমপুর গোবিন্দপুরের লাধুরচর এলাকা থেকে চার সহযোগীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মো. হারুন, আশিক বিশ্বাস, রাজীব ও মহসীন। তাদের কাছ থেকে চুরির তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ঢাকা টাইমসকে এসব তথ্য নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

পুলিশের ভাষ্য, বাইক জসিম ঢাকার শীর্ষ মোটরসাইকেল চোর। তিনি গত ১০ বছরে চুরি করেছেন পাঁচ শতাধিক মোটরসাইকেল। তার বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে।

ওসি মোহাম্মদ মহসীন জানান, জসিম মাদারীপুর জেলার শিবচর থানার বেলদারহাট গ্রামের মো. ছোবহান বেপারীর ছেলে। অটো-রিকশা চালকের পেশা নিলেও তার নেশা মোটরসাইকেল চুরি।

তিনি বলেন, ‘জসিম দিনে তিনি অটোরিকশা চালান। আর রাতে মোটরসাইকেল চুরি করেন। মূলত রাতে বাসাবাড়ির পার্কিংয়ে রাখা মোটরসাইকেলই চুরি করেন। দিনে কিংবা সড়কে চুরি করলে ধরা পড়ার ঝুঁকি বেশি থাকে। তাই রাতেই চুরি করেন জসিম। দিনে অটোরিকশা চালানোর ফাঁকে তিনি টার্গেট নির্ধারণ করেন। আর রাতে সে টার্গেট অনুযায়ী চুরি করেন।’

১০ বছরে পাঁচ শতাধিক চুরি!

জসিম মোটরসাইকেল চুরি শুরু করেন ২০১৩ সাল থেকে। তার ভায়রা ভাইয়ের হাত ধরেই চুরির পেশায় আসা। কিন্তু কিছুদিনের মধ্যে তিনি নিজেই একটা গ্রুপ তৈরি করে ফেলেন।

বর্তমানে পাঁচজন থাকলেও তার গ্রুপে মোট ২০ জন কাজ করতো। পুরো ঢাকা শহরেই তারা চুরি শুরু করে। গত ১০ বছরে ঢাকা শহরে তার গ্রুপ পাঁচ শতাধিক চুরি করে।

এসব মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে যান ২০ বার। সর্বশেষ তিন মাস আগে কারাগার থেকে ছাড়া পান তিনি। বের হয়ে আবারও মোটরসাইকেল চুরি করতে গিয়ে গ্রেপ্তার হন তিনি।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এএ/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের মূলহোতা গ্রেপ্তার, ২৬ হাজার কনটেন্ট জব্দ

এফডিসিতে সাংবাদিকদের উপর হামলা: ১১ সদস্যের তদন্ত কমিটি

স্ত্রীসহ নিজেকে নির্দোষ দাবি করে ডিবিতে যা বলেছেন কারিগরি বোর্ডের চেয়ারম্যান

শেরপুরের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

খেলনার প্যাকেটে আমেরিকা থেকে এসেছে কোটি টাকার গাঁজার চকলেট-কেক

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদক

উপবৃত্তির টাকা দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৮

সনদ জালিয়াতি: কারিগরি বোর্ডের ওএসডি চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি

বুথ ভেঙে নিরাপত্তাকর্মীকে হত্যা, বেরিয়ে এল রহস্য

জাল সার্টিফিকেট: প্রয়োজনে কারিগরি বোর্ডের চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :