মাধ্যমিকের ৩ পাঠ্য বইয়ে ৯ ভুল, সংশোধনী প্রকাশ এনসিটিবির

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২৩, ২৩:৫০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

মাধ্যমিক স্তরের তিনটি সরকারি পাঠ্য বইয়ে নয়টি ভুলের সত্যতা পেয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এ জন্য ভুলগুলো সংশোধন করে এনসিটিবির ওয়েবসাইটে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছবে এসব সংশোধনী।

 

এনসিটিবি জানিয়েছে, এই সংশোধনীগুলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমে জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হবে। শিক্ষা কর্মকর্তারা বিদ্যালয়গুলোতে সরবরাহ করবে এবং শ্রেণিশিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীদের সংশোধন করে দেবেন।

 

এবার শ্রেণিভেদে শিক্ষার্থীরা দুই ধরনের বই হাতে পেয়েছে। এর মধ্যে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমের আলোকে নতুন বই হাতে পেয়েছে। আর অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা পুরোনো শিক্ষাক্রমের আলোকে বই হাতে পেয়েছে।

 

নবম-দশম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং পৌরনীতি ও নাগরিকতা বইয়ে এই ভুলগুলো হয়েছিল।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/কেএম)