মহেশপুরে স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৩, ১৪:০৯

ঝিনাইদহের মহেশপুরে পৃথক অভিযানে চারটি স্বর্ণের বারসহ বায়োজিদ মিয়া (২১)নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি-৫৮।

মঙ্গলবার উপজেলার শ্যামকুড় ইউপির পদ্মপুকুর ডিগ্রী কলেজের কাছ থেকে তাকে আটক করা হয়।

আটককৃত বায়োজিদ নেপা ইউপির বাঘাডাঙ্গা গ্রামের নাছির উদ্দিনের ছেলে।

সন্ধ্যায় বিজিবির সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিরি অধিনায়ক মাসুদ পারভেজ রানা।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদে ভিত্তিতে উপজেলার শ্যামকুড় ইউপির পদ্মপুকুর ডিগ্রী কলেজের কাছ অভিযান চালিয়ে বায়োজিদকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে কসটেপে মোড়ানো দুটি পোটলার মধ্যে থেকে চার পিস স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত ৪৬৬ গ্রাম স্বর্ণের আনুমানিক বাজার দর প্রায় ৩৫ লাখ টাকা।

শুল্ক ফাঁকি দেওয়া এসব স্বর্ণ ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলেও জানান তিনি।

এসময় অধিনায়ক আরও জানান, অপর দিকে ৫৮ বিজিবির অধিনস্থ পাশ্ববর্তী জীবননগর থানার মাধবখালী বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ময়নাগাড়ীর মাঠে অভিয়ান পরিচালনা করেন। এসময় বিজিরি উপস্থিতি টের পেয়ে তিন আসামি প্লাস্টিকের বস্তায় মোড়ানো বিদেশি তৈরি চারটি এয়ারগান ফেলে পালিয়ে যান। পরে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র আইনী প্রক্রিয়া শেষে জীবননগর থানায় হস্তান্তর করা হবে।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :