বগুড়ায় বিপুল পরিমাণ ধান-চাল জব্দ

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৩, ১৭:৩৯

বগুড়ার শেরপুরে অবৈধভাবে ধান-চাল মজুদের অভিযোগে শিনু এগ্রো ইন্ডাস্ট্রিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ধান-চাল উদ্ধারের পর জব্দ করেছে জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর। উপজেলার গাড়িদহ এলাকার ওই ইন্ডাস্ট্রির গুদামে বুধবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন।

শেরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন এ কাইয়ুম জানান, এসিআই কোম্পানি শিনু এগ্রো ফুড লিমিটেডের অটোরাইস মিলের গোডাউন ভাড়া নিয়ে অবৈধভাবে ধান ও চাল মজুদ করেছিল।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন বলেন, আমাদের কাছে খবর আসে সেখানে এসিআই কোম্পানির বিপুল পরিমাণ ধান-চাল মজুদ আছে। এরপর সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে অবৈধভাবে মজুদ রাখা ১৯২৯ মেট্রিকটন চাল ও ২৫৮১ মেট্রিকটন ধান পাওয়া যায়।

তিনি বলেন, গুদাম ও মিলে থাকা ধান-চাল মজুদের কোন অনুমতি নেই এসিআই কোম্পানির৷ আমরা উদ্ধার হওয়া ধান চাল সেখানে জব্দ করে রেখেছি। পরবর্তীতে আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেব।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :