নাইক্ষ্যংছড়ি সীমান্তের শূন্যরেখায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৮:৩২ | প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৩, ১৮:২৬

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির কোনারপাড়ার মিয়ানমার সীমান্তের শূন্যরেখায় আশ্রিত রোহিঙ্গাদের ক্যাম্পে গোলাগুলির ঘটনায় একজনের প্রাণহানির খবর এসছে। একই ঘটনায় অপর এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন।

নিহত রোহিঙ্গার নাম হামিদ উল্লাহ (২৭)। আর গুলিবিদ্ধ রোহিঙ্গার নাম মহিদ উল্লাহ (২৫)। তারা কোনারপাড়ার শূন্যরেখায় আশ্রিত ছিল বলে জানা গেছে।

ঘুমধুম সীমান্তের কাছে কোনারপাড়ার শূন্যরেখায় বুধবার সকাল থেকে গোলাগুলির ঘটনা ঘটে বলে নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমেন শর্মা জানিয়েছেন।

সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দাদের বরাতে ইউএনও রোমেন শর্মা সাংবাদিকদের বলেছেন, তুমব্রু সীমান্তের শূন্যরেখায় থেমে থেমে গোলাগুলির খবর পেয়েছি। তবে শূন্যরেখায় হওয়ায় আন্তর্জাতিক রীতি মতে বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) সংশ্লিষ্টদের হস্তক্ষেপ করার সুযোগ নেই।’

তবে সীমান্ত এলাকায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিজিবি সতর্ক অবস্থানে আছে জানিয়ে ইউএনও জানিয়েছেন প্রশাসন এ ব্যাপারে সার্বক্ষণিক খোঁজখবর রাখছে।

এদিকে দুপুরের দিকে কোনারপাড়ার শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্প থেকে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় উখিয়ার কুতুপালং ক্যাম্প সংলগ্ন সংলগ্ন এমএসএফ হাসপাতালে নেওয়া হয়।

এ তথ্য নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, হাসপাতালের চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শূন্যরেখায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনায় সীমান্ত এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আজিজ।

তিনি বলেছেন, ‘সকাল থেকে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। আসলে সেখানে কী হচ্ছে তাও আমরা বলতে পারছি না।’

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :