ইতালিতে এসো বাংলা শিখি বিদ্যালয়ের বার্ষিক তুষার ভ্রমণ

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৩, ০১:৩৩

ইতালিতে মনাফালকনে বেড়ে উঠা এই প্রজন্মের শিশু কিশোরদের বাংলা শিক্ষা দিচ্ছে এসো বাংলা শিখি বিদ্যালয়। প্রতিবছরের ন্যায় এই বছরও বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকসহ পাঁচটি বাসযোগে প্রায় তিন শতাধিক প্রবাসীকে নিয়ে বার্ষিক তুষার ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। মনাফালকন থেকে ইতালির ত্রেভিজো পাহাড়ে নয়নাভিরাম দৃশ্য উপভোগ করেন ভ্রমণকারীরা। এমন সুন্দর আয়োজনে অনেক খুশি বিদ্যালয়ের শিক্ষার্থীসহ অভিভাবকরা।

তুষার ভ্রমণে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর সরকার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাভেদ উল্লাহ, সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন, সহসভাপতি বাকির মিয়া, শাওন আহমেদ, রনি খান, আলী হোসেন জাভেদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব জসিম উদ্দিন।

এমন সুন্দর আয়োজনে অংশগ্রহণকারী প্রবাসীরা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সবাইকে ধন্যবাদ জানান।

তুষার ভ্রমণে যাত্রাপথে বাসে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা-ছড়া, কৌতুক পরিবেশন এবং সংগীত পরিবেশনের মধ্যদিয়ে আনন্দ আর আড্ডায় অতিবাহিত হয়। পরিশেষে ফেরার পথে অংশগ্রহণকারী প্রবাসীদের নিয়ে লটারির আয়োজন করা হয় এবং বিজয়ীদের নানা পুরস্কার দেয় আয়োজকরা।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :