ইজতেমার দ্বিতীয় পর্বে আইনশৃঙ্খলা বাহিনী বেশি সতর্ক: জিএমপি কমিশনার

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১৪:০৫ | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৩, ১২:২৯

তাবলিগ জামাতের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার জন্য প্রস্তুত টঙ্গীর তুরাগ তীর। এরই মধ্যে মুসল্লিরা দলে দলে আসতে শুরু করেছেন। ইজতেমা ঘিরে ব‌্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)।

বৃহস্পতিবার সকালে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম মাঠে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম। প্রথম পর্বের মতো ইজতেমার দ্বিতীয় পর্বও সফলভাবে শেষ হবে বলে তিনি আশা রেখেছেন।

জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, ‘ইজতেমার প্রথম পর্ব আমরা শান্তিপূর্ণভাবে শেষ করেছি। আশা রাখি, দ্বিতীয় পর্ব সফলভাবে শেষ করব।’

‘আইনশৃঙ্খলাসহ সকল কিছু নিয়ন্ত্রণে রয়ে‌ছে। ১০ হাজার পু‌লিশ কাজ করছে। কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না বলেই আমরা আশা করছি।’

ইজতেমায় আগত সব মুসল্লি যাতে নিরাপদে ইবাদত করতে পারে সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক আছে বলেও জানান জিএমপি কমিশনার।

মোল্যা নজরুল ইসলাম বলেন, ‘প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বের ইজতেমা হচ্ছে। এখানে লাখ লাখ মানুষ এসেছেন। আমাদের কাজ হলো যেকোনো মূল্যে নিরাপত্তা নিশ্চিত করা।’

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এসএ/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :