হাসপাতাল ঘুরে স্বাস্থ্যমন্ত্রী বললেন ‘চিত্রটা ভালো মনে হলো না’

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৩, ১৭:২৪

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় তিনি বলেন, ‘যা দেখলাম—তাতে চিত্রটা ভালো মনে হলো না। কারণ অনেক বেশি রোগী, ফ্লোরে পা ফেলার জায়গাও নেই। রোগীরা চিকিৎসাটা যেভাবে নিচ্ছে সেটা আমাদের কাঙ্খিত নয়। আমরা চাই দেশের প্রতিটা রোগী বেডে থেকে সসম্মানে চিকিৎসা নেবেন।’

বৃহস্পতিবার সকালে বরিশালে নির্মাণাধীন শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতাল, বিভাগীয় ক্যান্সার হাসপাতাল এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

উন্নত চিকিৎসা প্রধানমন্ত্রীর অঙ্গীকার জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘নতুন ভবনে মেডিসিন ইউনিট নেওয়া হয়েছে, তারপরও সেখানে দেখলাম করিডোরে অনেক রোগী। আর পুরনো ভবনেও অনেক রোগী; যেখানে ফ্লোরেও রোগী আছে। রোগীরা চিকিৎসাটা যেভাবে নিচ্ছে সেটা আমাদের কাঙ্খিত নয়। প্রধানমন্ত্রীর অঙ্গীকার ও নির্দেশনা আমরা বাস্তবায়নের চেষ্টা করছি।’

দেশের ৮ বিভাগে পুরোনা হাসপাতালের প্রত্যেকটিতে ১ হাজার বেড বৃদ্ধির পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বরিশালের এই হাসপাতাল ঘুরে যা বুঝলাম তাতে ১ হাজার বেডেও কাজ হবে না, আরও বেশি লাগবে। সেইসঙ্গে পুরনো অবকাঠামো বদলে, নতুন অবকাঠামোর প্রয়োজন রয়েছে।

এছাড়া যন্ত্রপাতিসহ যা যা প্রয়োজন হবে তা দেওয়া হবে। একইসঙ্গে জেলা উপজেলার হাসপাতালগুলোতে আমাদের যারা স্বাস্থ্য কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে বৈঠক করবো, তাদের কথা শুনবো এবং যথাযথ নির্দেশনা দেব।’

ক্যান্সার, কিডনি ও হৃদরোগের চিকিৎসায় হাসপাতালের জন্য নতুন অবকাঠামো নির্মাণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘এই ধরনের হাসপাতাল ৮ বিভাগে ৮টি হচ্ছে। ফলে ৮ বিভাগে প্রায় ৪ হাজার বেডের সৃস্টি হবে, যার মাধ্যমে দেশের লোক উন্নত চিকিৎসা পাবে এবং বিদেশে যাওয়া লাগবে না। এটি শুরু হলে ক্যান্সারের রোগীরা এখানে চিকিৎসা নিতে পারবেন; ঢাকায় যাওয়া লাগবে না।’

এসময় হাসপাতালে যারা কাজ করেন তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনারা সঠিক সময়ে নিজেরা উপস্থিত থাকবেন, যন্ত্রপাতি সচল রাখবেন এবং হাসপাতাল পরিস্কার রাখবেন। যারা সেবা নিতে আসবেন তাদের উন্নত সেবা দেওয়ার চেষ্টা করবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমসহ মন্ত্রণালয়, অধিদপ্তর ও বিভিন্ন হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এসএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :