চাটমোহরে আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৩, ১৭:৫০

পাবনার চাটমোহরে চুলার আগুনে দগ্ধ হয়ে বিলকিস খাতুন (৩৫) নামে এক গৃহবধূ মারা গেছেন। দশ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বুধবার রাতে ঢাকায় শেখ হাসিনা ন্যাশনাল ইনিস্টিটিউট-এর বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। তিনি উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের দেবীপুর গ্রামের মোক্তার হোসেনের স্ত্রী।

শীত নিবারণের জন্য গত ৮ জানুয়ারি বাড়ির উঠোনে চুলার পাশে বসে আগুন পোহাচ্ছিলেন বিলকিস খাতুন। হঠাৎ তার পরনের কাপড়ে আগুন লাগে। এতে ওই গহবধূর শরীরের প্রায় ৬০ শতাংশের বেশি জায়গা দগ্ধ হয়। পরে বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিলকিস খাতুন। বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :