বগুড়ায় ইটভাটাকে জরিমানা

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৩, ১৭:৫৩

বগুড়ার শাজাহানপুরে কৃষি জমির মাটি দিয়ে ইট প্রস্তুত করায় বিএনএস ব্রিকস নামে এক ইটভাটা মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার মধ্যরাতে মাদলা ইউনিয়নের ওই ইটভাটায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদা খানম। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএনএস ইটভাটার মালিকের নাম নাহিদুজ্জামান শাহীন।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও সাইদা খানম বলেন, আমরা গোপনে সংবাদ পেয়ে সেখানে অভিযান চালাই। অভিযানে গিয়ে সেখানে দেখা যায় কৃষিজমির উর্বর মাটি পুড়ে ইটপ্রস্তুত করা হচ্ছে। এসময় ওই ইটভাটার মালিক নাহিদুজ্জামান শাহীন তার অপরাধ স্বীকার করলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে জরিমানা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :