নোয়াখালীতে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৩, ১৮:১৪

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে নূর হোসেন (২২) ও আবদুল মমিন বাবুল (৪৮) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে চোরাইকৃত দুটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার রাতে ঘোষকামতা গ্রামের খেজুর তলা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, ঘোষকামতা গ্রামের আমির উদ্দিন ভূঁইয়া বাড়ির আবু জাহেরের ছেলে নূর হোসেন ও বারোগাও ইউনিয়নের রাজিবপুর গ্রামের সামছুল হকের ছেলে আবদুল মমিন বাবুল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নাটেশ্বর ইউনিয়নের খেজুরতলা বাজারে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে স্থানীয়দের তথ্য ও সহযোগিতায় প্রথমে অটোরিকশা চালক নূর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে অটোরিকশা চুরির সাথে আবদুল মমিন বাবুল জড়িত থাকার কথা স্বীকার করে সে। তার এমন তথ্যেরভিত্তিতে অভিযান চালিয়ে আবদুল মমিন বাবুলকেও গ্রেপ্তার করা হয়। পরে তাদের উভয়ের দেওয়া তথ্যে সোনাইমুড়ী পৌর এলাকার বন্ধু মিশুক নামে একটি প্রতিষ্ঠান থেকে চোরাইকৃত দুটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়। জব্দকৃত রিকশা দুটির বাজার মূল্য দুই লাখ টাকা।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, অটোরিকশা চুরির ঘটনায় গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে এএসআই শাহাদাত হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :