ভাড়াটিয়ার হুমকি, প্রাণ ভয়ে দোকান মালিকের সংবাদ সম্মেলন

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২৩, ২০:৪৪ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৩, ২১:০২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ভাড়ার চুক্তির সময় শেষে দোকান ছেড়ে দিতে বলায় ভাড়াটিয়ার হুমকি শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন জামাল উদ্দিন নামে রাজধানীর এক দোকান ঘরের মালিক। 

বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসেসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি। 

ভোক্তভোগী জামাল উদ্দিন অভিযোগ করে জানান, রাজধানীর নিউমার্কেট থানার হাতিরপুল এলাকায় ফ্ল্যাট ও দোকান পৈত্রিক ওয়ারিশ সূত্রে মালিক তিনি। সেখানে ২০১৭ সালের ১ ডিসেম্বর রবিউল আলম নামে একজনকে দোকান ভাড়া দেন। সেই ভাড়ার চুক্তির মেয়াদ ২০২২ সালের ৩০ নভেম্বর শেষ হয়। 

তার অভিযোগ, গত ১৬ অক্টোবর তার কাছে দোকান ছাড়ার নোটিশ পাঠান। এতে তিনি কর্ণপাত না করে উল্টো ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে দোকান ছাড়বেনা বলেও হুমকি দেন। পাশাপাশি পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দেন। এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও লিভিত অভিযোগ করেছেন বলে জানান তিনি। 

জামাল উদ্দিন আরও অভিযোগ করেন, ভাড়াটিয়া রবিউল আলম বৈদ্যুতিক মিটার টেম্পারিং করায় তার বিরুদ্ধে ডিপিডিসি ট্যাক্সফোর্সকে জানালে তারা অবৈধ লাইন দেখে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেন। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন রবিউল। 

রবিউল আলমকে প্রতারক ও জালিয়াত চক্রের সদস্য দাবি করে তিনি অভিযোগ করেন, ২০১৮ সালের ২ ডিসেম্বর ও ২০১৯ সালের ৩০ মে নোটারী পাবলিকের চুক্তিপত্র জাল দলিল করে নিজের নামে ভুয়া তিনটি জাতীয় পরিচয়পত্র তৈরি করেন। পরিচয়পত্র জালিয়াতির মাধ্যমে দোকান দেখিয়ে ঋণ নেন। 

এছাড়া ভাড়াটিয়া রবিউল, জামাল উদ্দিনের পৈত্রিক সম্পত্তি দখলের পায়তারা করছেন বলেও অভিযোগ করেন তিনি।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/পিআর/এসএম)