ইফতেখার-সাকিব ঝড়ে বরিশালের রানের পাহাড়

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৩, ২০:৪৪

বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ইফতেখার আহমেদ ও সাকিব আল হাসিনের ঝড়ে রানের পাহাড় গড়েছে ফরচুন বরিশাল। ইফতেখারের ৪৫ বলে ১০০ ও সাকিবের ৪৩ বলে ৮৯ রানের ইনিংসের সুবাদে ২০ ওভারে ২৩৮ রানের পুঁজি পেল বরিশাল।

ম্যাচের শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্সের দলনেতা শোয়েব মালিক। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ততটাও ভালো ছিল না বরিশালের। পাওয়ার প্লেতেই হারায় মূল্যবান চারটি উইকেট। ১৪ রানে বিজয়, ২০ রানে মিরাজ, শূন্যরানে ইব্রাহিম ও শূনরানে আউট হন মাহমুদউল্লাহ।

৪৫ রানে ৪ উইকেট হারানো দলের হাল ধরেন দলনেতা সাকিব আল হাসান ও ইফতেখার আহমেদ। তারা শুধু দলের হালই ধরেননি, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে রীতিমতো ঝড় তুলে। দুজনই খেলে যান শেষ বল পর্যন্ত। মাত্র ৮৬ বলে দুজনে গড়েন ১৯২ রানের জুটি।

ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর শতকও পূরণ করেন ইফতেখার। অপরাজিত থাকেন ১০০ রানে। মাত্র ৪৫ বলের এই ইনিংসটি ছয়টি চার ও নয়টি ছয়ে সাজানো। এদিকে ফিফটি পূরণের পর ৮৯ রানে অপরাজিত থাকেন। ৪৩ বলে খেলা ইনিংসটি নয়টি চার ও ছয়টি ছয়ে সাজানো।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :