আরব রজনীতে মেসি-রোনালদো রোমাঞ্চ দেখল বিশ্ব

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৩, ১৫:০৯

প্রীতি ম্যাচ যেমন হওয়ার তাই হলো। দ্বৈরথ নয়, আরব রজনীতে মেসি-রোনালদোর রোমাঞ্চ ভরা ম্যাচ দেখল ফুটবল বিশ্ব। ৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে জয় পেয়েছে পিএসজি। ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বে আরব আকাদশের বিপক্ষে ৫-৪ গোলের ব্যবধানে জয় পায় মেসি-নেইমার ও এমবাপ্পের মতো তারকা ভরা ফরাসি ক্লাবটি।

বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে প্রীতি ম্যাচ মাঠে নামে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও সৌদি আরবের সেরা দুই ক্লাব আল হেলাল ও আল নাসেরের সমন্বয়ে গড়া একাদশ অল স্টার।

ম্যাচে জোড়া গোল করে ম্যাচ সেরা হয়েছেন অল স্টারের অধিনায়ক রোনালদো। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে গোল পেয়েছেন, মেসি-এমবাপ্পে। তবে পেনাল্টি মিস না করলে নেইমারের নামের পাশেও একটি গোল থাকতো। পুরো ম্যাচ জুড়ে মেসি-রোনালদো প্রমাণ করেছেন, তাদের মধ্যে দ্বৈরথ নেই। হয়তো দুই মহাতারকার ক্যারিয়ারে এটাই শেষবারের মতো মুখোমুখি খেলতে নামা।

এদিন ম্যাচের শুরুতে গোল করেন লিওনেল মেসি। ম্যাচের তৃতীয় মিনিটে নেইমারের পাসে পিএসজিকে লিড এনে দেন তিনি। এরপর ৩৪ মিনিটে পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান রোনালদো।

তবে ম্যাচে অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে পাঁচ মিনিটের মাথায়; লাল কার্ড দেখে বার্নাট বিদায় নিলে দশজনের দলে পরিণত হয় পিএসজি।

ম্যাচের ৪৩ মিনিটে পিএসজিকে ফের এগিয়ে নেন অধিনায়ক মার্কুইনহোস। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পেনাল্টি পায় পিএসজি। কিন্তু নেইমার সুযোগ কাজে লাগাতে পারেননি। এর কিছুক্ষণ পরই আরও একটি গোল করে ফের সমতা ফেরান রোনালদো। এতে ২-২ গোলের সমতায় থেকে প্রথমার্ধের বিরতিতে যায় দুদল।

ম্যাচের ৫৩ মিনিটে এমবাপ্পের বাড়ানো বলে গোল করেন সার্জিও রামোস। ৫৬ মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার গঞ্জালো মার্টিনেজের বাড়ানো বলে রোনালদোদের সমতায় ফেরান জ্যাং হুয়ান সো। চার মিনিট পর ফের পেনাল্টি পায় পিএসজি। এবার গোল আদায় করে নেন এমবাপ্পে।

ম্যাচ যখন ৪-৩ গোলে তখন ঘটে অকল্পনীয় ঘটনা। তুলে নেওয়া হয় রোনালদো, মেসি, নেইমার, এমবাপে ও নাভাসদের। এরপর মাঠ ও গ্যালারিতে উত্তেজনার পারদ কমে যায়। ৭৮ মিনিটে স্কোরলাইন ৫-৩ করেন এমবাপ্পের বদলি নামা একিতিকে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দূর থেকে নেওয়া শটে ব্যবধান কমান তালিস্কা। তাতে ৫-৪ গোলে জয় পায় পিএসজি।

এদিকে শেষবার মেসি ও রোনালদোর দেখা হয়েছিল ২০২০ সালের ডিসেম্বরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে। মেসির বার্সেলোনার বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচে জুভেন্টাসের হয়ে জোড়া গোল করেছিলেন রোনালদো। এবারও ৩৭ বছর বয়সী এই মহাতারকা জোড়া গোল করলেন। তবে জয়ের হাসি হেসেছে ৩৫ বছর বয়সী মেসি।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এসএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :