টাঙ্গাইলে ৭ দফা দাবিতে যুব অধিকার পরিষদের মানববন্ধন

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২৩, ১৭:৫২ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৩, ১৮:০২

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

টাঙ্গাইলে ৭ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। শুক্রবার বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। মানববন্ধনে দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মাসুদুর রাসেল ও প্লাবন আহমেদ, জেলা শাখার সভাপতি কামরুজ্জামান রানা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাব্বি আল হাসান রাফি, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক শাকিল মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, সকল ধরনের কোটা ও বৈষম্যমুক্ত করে কর্মসংস্থানকে যোগ্যতাভিত্তিক মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এছাড়াও প্রতিবছর অন্তত ২৫ লাখ নতুন কর্মসংস্থান তৈরি করতে হবে। চাহিদাভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রণয়ন করতে হবে। আবেদন ফি, ঘুষ, প্রভাবশালীর রেফারেন্স, জামানত, বয়সসীমামুক্ত চাকরির ব্যবস্থা করতে হবে। সরকারি বেসরকারি চাকরির সকল বৈষম্য দূর করতে হবে।

বক্তারা আরও বলেন, ইউনিয়নভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে স্থানীয় উৎপাদন উপযোগী জনশক্তি তৈরি করতে হবে। শিক্ষা বা প্রশিক্ষণ সার্টিফিকেট জামানত রেখে সুদবিহীন ঋণ প্রদান করতে হবে। কর্ম ও ঋণ আওতার বাইরের সকল যুবকদের জন্য বেকার ভাতা দিতে হবে। শিক্ষিত প্রতিবন্ধীদের যোগ্যতা অনুসারে শতভাগ চাকরি নিশ্চিত করতে হবে। অশিক্ষিত অসহায় প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবন ধারণের জন্য উপযুক্ত বরাদ্দ দিতে হবে এবং জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকারিভাবে প্রশিক্ষণ, প্রশিক্ষিতদের রাষ্ট্রীয় অর্থায়নে বিদেশে প্রেরণ ও বিদেশে প্রেরণের সকল স্তরে গুরুত্বপূর্ণ নাগরিক (ভিআইপি) হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানান বক্তারা।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এলএ)