ডিজিটালকে টেকসই করতেই স্মার্ট বাংলাদেশ করা হচ্ছে: স্পিকার ড. শিরীন

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৩, ১৯:১৩

ডিজিটাল বাংলাদেশকে আরো মজবুত, টেকসই ও পরিণিত করতে স্মার্ট বাংলাদেশ করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী। তিনি শুক্রবার বিকাল ৫টায় মাদারীপুর উৎসব ও মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ড. শিরীন শারমীন চৌধুরী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ এখন দৃশ্যমান ও বাস্তবতা। সেই বাস্তবতাকে আরো পরিণিত করতেই সরকার স্মার্ট বাংলাদেশের দিকে এগুচ্ছে। তার জন্যে চারটি বিষয়কে প্রাধান্য দেয়া হচ্ছে। তা হলো স্মার্ট শাসনব্যবস্থা, স্মার্ট কমিউনিটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট সিটিজেন। এই চারটি বিষয়কে অধিক গুরুত্ব দিয়েই সামনে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে।’

তিনি আরো বলেন, ‘এরই মধ্যে মেট্রোরেল উদ্বোধন হয়েছে। আর কিছু দিনের মধ্যেই চট্টগ্রামে বঙ্গবন্ধু ট্যানেল চালু করা হবে। এতেই প্রমাণ হচ্ছে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের দিকে এগুচ্ছে। আর এর সব কিছুর পরিকল্পণাকারীই প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

এসময় স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী ১২ দিনব্যাপী মাদারীপুর উৎসব ও মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন করেন।

সভায় সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

এসময় বিশেষ অতিথি ছিলেন- চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবাহান গোলাপ, সংরক্ষিত সংসদ সদস্য অধ্যাপক তাহমিনা সিদ্দিকী, জাতীয় সংসদের সচিব আব্দুস সালাম, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা।

এর আগে দুপুর ১২টায় জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন করেন। এছাড়াও তিনি মাদারীপুরে সাবেক আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য আচমত আলী খানের কবর জেয়ারত ও তার পরিবারবর্গের সাথে সৌজন্য সাক্ষাত করেন। পরে তিনি চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেনের চিত্রকর্ম প্রদর্শন উদ্বোধন করেন।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ প্রধানমন্ত্রীর

আজ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :