১৭৩ রানের পুঁজি পেল ফরচুন বরিশাল

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২৩, ২০:৩৮

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

বাংলাদেশে প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ইফতেখার আহমেদের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান তুললো ফরচুন বরিশাল। ফলে জিততে হলে নাসিরের ঢাকাকে করতে হবে ১৭৪ রান।

চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ফরচুন বরিশালকে ব্যাট করার আমন্ত্রণ জানান ঢাকা ডমিনেটর্সের দলনেতা নাসির হোসেন। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় বরিশাল। ১০ রানে সাইফ হাসান ও ৬ রানে ফেরেন এনামুল হক বিজয়। এছাড়া মিরাজ ১৭ ও ডি সিলভা ১০ রান করেন।

চার উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে বরিশাল। পরে পঞ্চম উইকেট জুটিতে ইফতেখারকে সঙ্গে নিয়ে দলীয় স্কোর বাড়িয়ে নিচ্ছিলেন সাকিব। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি সাকিব। ১৭ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন তিনি। পরে আর উইকেট হারাতে হয়নি বরিশালের।

ষষ্ঠ উইকেট জুটিতে দুর্দান্ত ব্যাট করার মাধ্যমে দলীয় ইনিংস বড় করেন ইফতেখার আহমেদ ও মাহমুদউল্লাহ রিয়াদ। এ সময় দুজন মিলে তুলেন ৮৩ রান। অর্ধশতকের দেখা পান ইফতেখার। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৬ রানে। এদিকে মাহমুদউল্লাহ অপরাজিত থাকেন ৩৫ রানে।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এমএম)