৪ দফা দাবিতে ‘বাংলাদেশ বেকার সম্প্রদায়’ এর গণসংযোগ

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২৩, ২১:২০

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস

চাকরিতে আবেদন ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি বাতিল, বেকার হোস্টেল স্থাপনসহ ৪ দফা বাস্তবায়নের দাবিতে গণসংযোগ কর্মসূচি পালন করেছে একদল যুবক।

শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে এসব দাবি জানান তারা।

আল কাওছার, মো. জসিম নায়েক, মো. আশিকুর রহমান আশিক, মো. আলমগীর, মো. মেহেদী কাওছার ও মো. সাইদুল ইসলাম নামের ৬ যুবক এ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচির অন্যতম আয়োজক আল কাওছার ঢাকাটাইমসকে বলেন, ‘বেকারদের ৪ দফা বাস্তবায়নের দাবিতে আমরা আজ এখানে দাঁড়িয়েছি। একজন বেকার যেখানে খেতে পারে না, তো একজন বেকার এত টাকা আবেদন ফি হিসেবে কেন দিতে হবে? বাংলাদেশ তো এখন আগের মতো গরিব নেই। এখন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। তাহলে কেন আগের মতো সরকারি চাকরিতে আবেদন ফি ধরতে হবে?’

বাংলাদেশ ব্যাংকে চাকরির আবেদন ফি নেয়া হয় না উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকে একটি টাকাও ফি নেয়া হয় না। তাহলে অনান্য মন্ত্রণালয় ও দপ্তরে কেন ফি নেয়া হবে?’

তাদের অনান্য দাবিগুল হলো–

১. সকল চাকরি ও বিশ্ববিদ্যালয়ের আবেদন ফি বাতিল করতে হবে।

২. ঢাকাসহ প্রত্যেক বিভাগ ও জেলা শহরে পর্যাপ্ত বেকার হোস্টেল করতে হবে এবং বেকার ভাতা দিতে হবে।

৩. তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরিতে (১১-২০ গ্রেড) পিএসসির আদলে জাতীয় নিয়োগ বোর্ড গঠন করে নিয়োগ দিতে হবে।

৪. উদ্যোক্তা তৈরিতে সহজ শর্তে ঋণ দিতে হবে।

(ঢাকাটাইমস/২০জানুযারি/এসকে/এসএম)