আইসিসির ইমেইল হ্যাক, আড়াই মিলিয়ন ডলার হাতিয়ে নিল সাইবার দুর্বৃত্তরা

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২৩, ২৩:০০

ঢাকাটাইমস ডেস্ক

সাইবার দুর্বৃত্তদের আক্রমণের শিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির আড়াই মিলিয়ন ডলারের মতো চুরি হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি প্রতারক চক্র ২০২২ সালে এ আক্রমণ চালায় বলে দাবি করেছে ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ইএসপিএন ক্রিকইনফো।

 

ক্রিকইনফো জানিয়েছে, অনলাইন এই প্রতারণা করেছে প্রতিষ্ঠানটি অফিসিয়াল ইমেইল বেদখল (হ্যাক) করার মাধ্যমে। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) বিষয়টিকে ‘সবচেয়ে বড় অনলাইন আর্থিক প্রতারণা’ বলে উল্লেখ করেছে।  

 

এফবিআই জানিয়েছে, ই-মেইল অ্যাকাউন্ট কম্প্রোমাইস (বিইসি) করে অনলাইনের মাধ্যমে অর্থ সরিয়ে নেয় দুর্বৃত্তরা। এফবিআই গত নভেম্বরে জানায়, ২০২১ সালে প্রতারক চক্রটি ২.৪ বিলিয়ন ডলার চুরি করেছে। এফবিআই জানিয়েছে, বৈধ্য ই-মেইল একাউন্টে তারা বার্তা পাঠিয়ে ধীরে ধীরে ভুল পথে প্ররোচিত করে তথ্য হাতিয়ে নেয় এবং অর্থ চুরি করে।

 

আইসিসি এই সাইবার ক্রাইম বা আর্থিক কেলেঙ্কারির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তারা বিষয়টি নিয়ে গোপনীয়তা বজায় রাখতে চায় বলে মনে করা হচ্ছে। তবে এই আর্থিক জালিয়াতির পেছনে মার্কিন আইন প্রয়োগকারী সংস্থা জড়িত বলে মনে করা হচ্ছে। বিষয়টি নিয়ে এরই মধ্যে উচ্চ পর্যায়ের তদন্তও চলছে।

 

আইসিসির ফান্ড থেকে কীভাবে এই অর্থ চুরি করা হয়েছে, একবারে পুরো অর্থ চুরি হয়েছে নাকি ধাপে ধাপে অর্থ সরানো হয়েছে, অর্থ চুরির সুর্নিদিষ্ট পরিমাণ কতো কিংবা কেউ আইসিসির কোনো ব্যক্তির মাধ্যমে দুবাইয়ের প্রধান কার্যালয়ে ঢুকে এই প্রতারণা করেছে কিনা তা এখনও জানা যায়নি।

 

 (ঢাকাটাইমস/২০জানুয়ারি/কেএম)