বিএনপির নির্বাচনে যাওয়া নিয়ে যা বললেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ১৩:৫৭ | প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৩, ১৩:২৬
ঠাকুরগাঁওয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আওয়ামী লীগ সরকার পদত্যাগ করলেই বিএনপি জাতীয় নির্বাচনে যাবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তারা চুরি করবেই। আর এখন ইভিএম মেশিন বের করেছে, যেখানে জনগণ ধানের শিষে ভোট দেবে, আর সেটা হয়ে যাবে নৌকা।

শনিবার সকালে ঠাকুরগাঁওয়ে বিএনপির কার্যালয়ের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রায় এক মাস কারাবাসের পর মুক্তি পেয়ে প্রথম নিজ জেলা ঠাকুরগাঁও গেছেন মির্জা ফখরুল। নিজ জেলায় জনসম্মুখে তিনি বলেন, ‘জজ-ব্যারিস্টার ও স্থানীয় এমপি সাহেবের যে অধিকার, জনগণের অধিকারও তাই। এ দেশের মালিক জনগণ, কিন্তু তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে এ সরকার।

হারিয়ে দেওয়া নির্বাচনে বিএনপি আর কখনও যাবে না উল্লেখ করে ফখরুল বলেন, সরকারের প্রতারণা ও ছলনায় মানুষ আর ভুল করবে না।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার মানুষের সব অধিকার নষ্ট করে দিয়েছে। নিজের কথা ও অধিকারের জন্য আওয়াজ তুলতে হবে। আওয়ামী লীগের গণতন্ত্র হলো চুরি করা, লুট ও টাকা পাচার করার গণতন্ত্র এবং মানুষকে হত্যা করার গণতন্ত্র। গত ১৪ বছরে আওয়ামী লীগ নাশকতা ও সন্ত্রাস করে দেশকে শ্মশানে পরিণত করেছে। বিএনপি এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।’

তিনি বলেন, ‘১৪ বছর ধরে জগদ্দল পাথরের মতো জনসাধারণের ওপর চেপে বসেছে এ সরকার। তারা বিদ্যুতের দাম ও গ্যাসের দাম বাড়িয়ে দেওয়ায় দেশে সবকিছুর দাম বেড়ে গেছে। কথা কহিলেই মামলা। এ সরকারের বিরুদ্ধে কোনো কথা কহিবা যাবেনি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে সরকারি দলের লোকজন ফুলে-ফেঁপে বড় হয়েছে। এ জন্যই কি দেশ স্বাধীন হয়েছিল?’

বিএনপি মহাসচিব জানান, দলটির আন্দোলন শান্তিপূর্ণ। বিএনপি কোথাও কোনো অশান্তি করছে না। কিন্তু আঘাত আসলে সর্বশক্তি দিয়ে তা প্রতিরোধ করা হবে।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিকালে বাসায় ফিরছেন খালেদা জিয়া 

বিএনপির সমাবেশে সাইফুল ইসলামের শোডাউন 

নিজের ভোট নিজে না দেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না: গয়েশ্বর

আওয়ামী লীগের কবর রচনা না করা পর্যন্ত ঐক্যবদ্ধ থাকতে হবে: শাহজাহান

ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি: মির্জা ফখরুল

শেখ হাসিনার ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: যুবদল সভাপতি

আওয়ামী লীগ এখন এতিমের বাচ্চা হয়ে গেছে: শামসুজ্জামান দুদু 

ছাত্র-জনতার জনস্রোতে স্বৈরাচার হাসিনা ভেসে গেছে: মঈন খান

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান

চট করে চলে আসেন, জনগণ আপনার অপেক্ষায়: শেখ হাসিনাকে মির্জা আব্বাস

এই বিভাগের সব খবর

শিরোনাম :