বিরোধীরা ক্ষমতায় যেতে চায়, ভোটে আসতে চায় না: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ১৯:১৬ | প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৩, ১৯:১৩

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বিরোধীরা শুধু ক্ষমতায় যেতে চায়, তারা তো ভোটে যেতে চায় না। ভোটের কথা বলে না, ভোট করতেও চায় না। কারণ জনগণ তাদের ভোট দেবে না- সেটা তারা জানে। এই জন্য তারা নির্বাচনে আসার কথা বলে না খালি চায় ক্ষমতা।’

শনিবার বিকেলে মানিকগঞ্জ শহরের খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয় মাঠে জেলা যুবলীগের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘ক্ষমতায় গিয়ে কী করবে- তাও তারা বলে না। ক্ষমতায় গিয়ে কি মানুষ মারবে, না খাওয়ায়ে রাখবে নাকি গ্রেনেড হামলা করবে, নাকি মানুষকে ঘরবাড়ি বানিয়ে দেবে, নাকি মানুষের জন্য আরো ভাতা দেবে- এমন কিছুও তারা বলে না। ’

বিএনপি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সামনে নির্বাচন আসছে এজন্য তারা রাস্তাঘাটে মিছিল করে, ভাঙচুর করে, আগুন দেয়, গাড়ি পোড়ায়, ইটপাটকেল মারে তাতে মানুষসহ পুলিশ আহত হয়। তারা বলে, আমরা ক্ষমতায় যাব। বিশৃঙ্খলা সৃষ্টি করে আওয়ামী লীগকে ধাক্কা মেরে ক্ষমতায় যেতে চায়। কারণ তারা তো ভোটের রাজনীতিতে বিশ্বাস করে না।’

জাহিদ মালেক বলেন, ‘প্রতিটি মানুষকে ভ্যাকসিন দিতে ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ হয়েছে। অনেক ধনী দেশ করোনা চিকিৎসা ও ভ্যাকসিন বিনামূল্যে দেয়নি। আমরা বাংলাদেশে বিনামূল্যে ভ্যাকসিন ও করোনা চিকিৎসা সেবা দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে আমরা দেখেছি- তারা সার থেকে লুটপাট করেছে, বিদ্যুৎ থেকে লুটপাট করেছে তখন তো লোকজন বিদ্যুৎ পায় নাই। এসব বাংলাদেশের মানুষ জানে। তারা ক্ষমতায় এলে শেখ হাসিনা কর্তৃক দেওয়া সকল সামাজিক ভাতা বন্ধ করে দেবে। তখন আপনারা কেউ বয়স্কভাতা, বিধবাভাতা ও প্রতিবন্ধী ভাতা পাবেন না। তাই আবার আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করবেন।’

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, সাবেক যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাবেক সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনি প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় মানিকগঞ্জের পৌর এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক হাজার কম্বল বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানাল রাষ্ট্র সংস্কার আন্দোলন

ভারতীয় পণ্য বর্জন চলবে: ফারুক

এই বিভাগের সব খবর

শিরোনাম :