আদালতকে জানাল বাংলাদেশ পুলিশ

ভারতের আদালতে বিচার চলছে ই-অরেঞ্জ কেলেঙ্কারির হোতা বরখাস্ত পরিদর্শক সোহেল রানার

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২৩, ০৮:১৮ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৩, ১২:০৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর বনানী থানার বরখাস্ত পরিদর্শক (তদন্ত) ও ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক শেখ সোহেল রানা ভারতের কারাগারে বন্দি আছেন বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। তিনি ভারতের পশ্চিমবঙ্গের কারাগারে আছেন। তার বিরুদ্ধে অনুপ্রবেশের মামলায় বিচার চলছে।

সম্প্রতি এই তথ্য উল্লেখ করে হাইকোর্টে প্রতিবেদনে দিয়েছে পুলিশ সদর দপ্তর।

অন্য দেশ থেকে আসামি ফিরিয়ে আনার বিষয়ে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালনকারী ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) সহকারী মহাপরিদর্শক (এআইজি) শরীফ মোস্তাফিজুর রহমান জানান, ভারতের দিল্লি এনসিবির সঙ্গে যোগাযোগ করে পুলিশ সদর দপ্তর জানতে পারে, সোহেল রানা পশ্চিমবঙ্গের আলীপুরের কেন্দ্রীয় কারোগারে আছেন। তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে হওয়া মামলায় সেখানকার আদালতে বিচার চলছে।

উল্লেখ্য, সম্প্রতি হাইকোর্ট সোহেল রানার বিরুদ্ধে হওয়া একটি মামলায় তার অবস্থান জানতে চেয়েছিলেন। এর প্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর আদালতে প্রতিবেদন দিয়ে তার অবস্থান জানায়।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এফএ)