দারুচিনির ব্যবহারে ত্বকের সৌন্দর্য বাড়ে

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২৩, ১০:৫৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

দারুচিনি একটি মসলা বৃক্ষের নাম। স্বাভাবিক পরিবেশে এই বৃক্ষের উচ্চতা দশ থেকে পনের মিটার পর্যন্ত হয়ে থাকে। আদি নিবাস শ্রীলংকায়। আজকাল ইন্দোনেশিয়া, ভারত, বাংলাদেশ ও চীন প্রভৃতি দেশে ও উৎপাদিত হচ্ছে।

 

প্রতিটি বাসা-বাড়ির রান্না ঘরে থাকে দারুচিনি। খাবারে যেমন আলাদা স্বাদ বাড়ায় তেমনি ত্বকে আলাদা সৌন্দর্য নিয়ে আসতে পারে দারুচিনি।

 

ত্বকের সমস্যা দূর করতে দারুচিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে ত্বকের যত্নে এর গুণাগুণ সম্পর্কে অনেকরই অজানা।

ত্বকের যত্নে এই বিশেষ উপাদান কীভাবে ব্যবহার করবেন আসুন জেনে নেয়া যাক-

 

দারুচিনি ব্রণের সমস্যায় অত্যন্ত উপকারী। মুখে প্রচুর ব্রণ হয়ে থাকলে নিয়মিত দারুচিনি খেতে হবে। এটি আপনার মুখে উজ্জ্বলতা আনতে এবং দাগ দূর করতেও কাজ করে।

 

দারুচিনিতে রয়েছে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। যা আপনার ত্বককে উজ্জ্বল করতে অত্যন্ত সাহায্য করে।

 

এছাড়াও দারুচিনি খেলে খিদে বাড়ে। খিদে কমে গেলে দারুচিনি খাওয়া যেতে পারে। সেই সঙ্গে বমি বন্ধ করতেও দারুচিনি ব্যবহার করা যেতে পারে।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/পিআর)