ফরিদপুর ও গোপালগঞ্জে সড়কে ঝরল পাঁচ প্রাণ

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২৩, ১৫:০৭ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৩, ১৫:১০

ফরিদপুর ও গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস

ফরিদপুর ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ পাঁচ জন নিহত হয়েছেন। এছাড়া এক যুবক গুরুতর আহত হয়েছেন।

রবিবার সকাল থেকে দুপরের মধ্যে পৃথক তিনটি দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।

ফরিদপুরের ভাঙ্গায় ঝরল তিন প্রাণ:

এ জেলার ভাঙ্গায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারে তিনজনের মৃত্যু হয়। এদিন দুপুরে উপজেলার মনসুরাবাদ বাসস্ট্যান্ডে ভাঙ্গা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, নগরকান্দা উপজেলার ধর্মদী গ্রামের মাইনুদ্দিন শেখ (৩৫) ও তার মেয়ে তাবাস্সুম আক্তার (১০), তার শ্যালক ভাঙ্গা মাঝারদিয়া গ্রামের সৌরভ মাতুব্বর।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ থেকে ঢাকাগামী স্টারলাইন পরিবহনের একটি বাস মনসুরাবাদের বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে ভাঙ্গা থেকে গোপালগঞ্জগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শ্যালক ও দুলাভাই মারা যান। শিশু তাবাস্সুমকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. তৈমুর ইসলাম বলেন, এ দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর এলাকার ক্ষুদ্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

গোপালগঞ্জ সদরে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত, যুবক গুরুতর আহত:

জেলার সদর উপজেলার আরামবাগ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় হান্নান ফকির (৬০) নামে এক পথচারী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় ওই মোটরসাইকেল আরোহী সুদীপ্ত বণিক (২২) গুরুতর আহত হয়েছেন। 

এদিন সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত হান্নান গোপালগঞ্জ পৌরসভার আরামবাগ নিচুপাড়া এলাকার বাসিন্দা।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) গণেশ বিশ্বাস দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, যুবক সুদীপ্ত মোটরসাইকেল নিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া বাসস্ট্যান্ড এলাকার দিকে যাচ্ছিলেন। পথে আরামবাগ এলাকায় ঢাকাগামী একটি পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি পথচারী হান্নানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। মোটরসাইকেল চালক আহত হয়েছেন। 

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

ভ্যানচালক নিহত:

এদিকে পৃথক দুর্ঘটনায় একই উপজেলার তেঘরিয়া এলাকায় ট্রাকচাপায় রাজু শেখ (২৪) নামে এক ব্যাটারিচালিত ভ্যানচালক মারা গেছেন। এদিন সকালে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত রাজু খুলনার তেরখাদা উপজেলার হাতিশুড়া গ্রামের আকুব্বর শেখের ছেলে। তিনি গোপালগঞ্জ জেলা শহরে ভ্যান চালাতেন।

এসআই গণেশ বিশ্বাস বলেন, ঘটনার দিন সকালে ভ্যান চালিয়ে ঘোনাপাড়া থেকে শহরের মান্দারতলা এলাকায় যাচ্ছিলেন রাজু। পথে ভ্যানটি তেঘরিয়া এলাকায় খুলনাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এসএম)